দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রস্তুতি সভা
লক্ষ্মীপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ১শটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
গঠন করা হয়েছে ৬৬টি মেডিক্যাল টিম। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে আড়াই হাজার কর্মী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসআর/এমআইএইচ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।