ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নয়াপল্টনে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
নয়াপল্টনে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে প্রেস মেশিনের আঘাতে মামুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের সহকর্মী সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, মামুন নয়াপল্টনের মসজিদ গলি এলাকায় অবস্থিত প্রিন্টেস লিমিটেডের মেশিনম্যান হিসেবে কাজ করতো। অফিসে কাজ করার সময়েই হঠাৎ দুর্ঘটনায় মামুনের মাথায় প্রিন্টিং প্রেস মেশিনের আঘাত লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামুন ফকিরাপুল এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান ঘটনার সতত্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।