ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আমার শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, ফরমালিনমুক্ত ফল খাবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
‘আমার শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, ফরমালিনমুক্ত ফল খাবো’ কর্মসূচিতে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। ছবি: বাংলানিউজ

ফেনী: ‘আমার শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, ফরমালিনমুক্ত ফল খাবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর মহিপালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মহিপাল ফল আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দিনব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

সমিতির আহ্বায়ক আবদুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান, পৌরমেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাহাব উদ্দিন।

সমিতির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনির আহম্মদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান ফ্রুট এজেন্সির স্বত্বাধিকারী মো. হাসান। আরও বক্তব্য রাখেন ফল ব্যবসায়ী হাজী বি এ জসিম, ছালেহ আহমেদ ছুট্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।