শনিবার (৯ নভেম্বর) সিলেট নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামে ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সিলেটে দুর্নীতি বিরোধী অভিযানের ব্যাপারে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন।
সিলেটে ডিজিটাল সেবা কার্যক্রমের ব্যাপারে মন্ত্রী বলেন, এখন থেকে জায়গাজমির পর্চা বা অন্য কোনো সেবা পেতে আর ভূমি অফিসে ধর্না দিতে হবে না। মুঠোফোনে ৩৩৩ চেপেই পাওয়া যাবে এ সংক্রান্ত সেবা। এতে সময় ও অর্থ বাঁচবে, দূর হবে মানুষের হয়রানি।
‘ডিজিটাল সিলেট নগর গড়া আমার নির্বাচনী ইশতেহারে ছিল। ডিজিটাল সিলেট কার্যক্রমের মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ’
সিলেতে এ ডিজিটাল সেবা কতোটা নির্বিঘ্ন হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কোনো কিছু চালু হলে প্রথম দিকে এর কিছু অসুবিধা থাকতেই পারে। কোনো সমস্যা দেখা দিলে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এনইউ/এইচজে