ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢাকা প্লান্টে শনিবার (৯ নভেম্বর) এভাবেই সম্পন্ন হয়েছে অগ্নিনির্বাপণ মহড়া। সফল এ মহড়ার পর বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের প্লান্টের কর্মীদের শেখানো হয় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহারও।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীনের নেতৃত্বে এ মহড়ার সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ এবং লজিস্টিক প্রধান (ঢাকা প্লান্ট) সাদ তানভীর, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যান্ড বিটিএল প্লান্টের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স জাহানে আলম শিমুল, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (অপারেশন) নাজমুন হাবীব, ম্যানেজার (এএইচআর) মো. ইসমাইল শেখ, বসুন্ধরা গ্রুপের সিনিয়র অফিসার-সিকিউরিটি (ঢাকা প্লান্ট) মো. হাফিজুর রহমান, ফায়ার অ্যান্ড সেইফটি (ঢাকা প্লান্ট) কর্মকর্তা মো. রুবেল মিয়া প্রমুখ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, আমাদের জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ চলছে। এ উপলক্ষে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হলো। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় আমরা সফলভাবে মহড়া সম্পন্ন করতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এইচএডি/এইচএ/