শনিবার (৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ সপ্তাহের অ্যান্টি টেরোরিজম প্রশিক্ষণে সারাদেশ থেকে বাছাইকৃত সহকারী পুলিশ সুপার, পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার ৩৭ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
কোর্স কো-অর্ডিনেটর ও সহকারী পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব। এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।
মোস্তফা মঞ্জুর বলেন, পুলিশ সদস্যদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ থেকে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা প্রমাণ করতে হবে।
প্রশিক্ষণে লক্ষ্যভেদসহ সবক্ষেত্রে সেরা সাফল্য প্রদর্শন করে প্রথম হয়ে ট্রফি অর্জন করেছেন সহকারী উপ-পরিদর্শক শামীম আহমেদ সোহাগ, দ্বিতীয় হয়েছেন কনস্টেবল হাসমত আলী।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এডি/কেএসডি