শনিবার (০৯ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিভাগের আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে সেখানে গবাদি পশু নিয়েও আশ্রয় নিয়েছেন।
জানা যায়, বরিশাল জেলার ২৩২টি আশ্রয়কেন্দ্রে প্রায় অর্ধলাখ মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও পটুয়াখালীর আশ্রয়কেন্দ্রে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ঝালকাঠিতে চার হাজার এবং ভোলায় প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভাগের দুই হাজার ৪৩৬ আশ্রয় কেন্দ্রে প্রায় নয় লাখ ৪৯ হাজার ১৫২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী বাংলানিউজকে জানান, প্রশাসনের লোকজন কাজ করছে যাতে উপকূল এলাকার মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসেন।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু জাফর বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৭ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন একটা বাড়েনি, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএস/আরআইএস/