শনিবার (৯ নভম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া কেন্দ্রে গিয়ে দেখা যায় ওই আশ্রয়কেন্দ্রের দোতলার একটি কক্ষের মেঝেতে বসে বই পড়ছে ৫ থেকে ৬ জন ছাত্রছাত্রীরা।
সেখানে থাকা সপ্তম শ্রেণির ছাত্রী তিথি রায়ের সঙ্গে কথা হলে সে বাংলানিউজকে জানায়, আবহাওয়ার এমন বৈরী অবস্থা ক’দিন থাকে তা তো জানা নেই।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আশ্রয় নেওয়া প্রায় সব পরিবারেই ২/১জন শিশু বা শিক্ষার্থী রয়েছে। সে হিসাবে জেলার বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় ৭২ হাজার লোকের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার ছাত্রছাত্রী রয়েছে। এসব ছাত্রছাত্রীদের অধিকাংশই প্রাইমারি ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, প্রতিটি আশ্রয়কেন্দ্রের সব নারী ও শিশুদের নিরাপদে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এএটি