রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার আট উপজেলায় বৃষ্টিপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি রেকার্ড করা হয়েছে ১৯ মিলিমিটার।
চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব বাংলানিউজকে বলেন, চট্টগ্রামসহ চাঁদপুর অঞ্চলে এখনো ৯ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। চাঁদপুরে সকাল ১০টা পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে ৭৮ দশমিক ৮৭ কিলোমিটার।
চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চসহ অন্য নৌযান শুক্রবার রাত ১০টার পর থেকে বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনে আসা এবং লঞ্চঘাটে আটকে পড়া প্রায় শতাধিক যাত্রীকে চাঁদপুর পৌরসভা থেকে শনিবার (০৯ নভেম্বর) রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়ছিল।
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়-ক্ষতির আশঙ্কায় আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। রোববার সকাল পর্যন্ত চাঁদপুরের সার্বিক অবস্থা ভালো। কোথাও কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস