মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শুধু যাত্রী ও অ্যাম্বুলেন্স নিয়ে তিনটি ফেরি চলাচল শুরু করেছে। এরআগে, শনিবার (০৯ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বন্ধ ছিল ফেরি চলাচল।
রোববার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে শুধু যাত্রী নিয়ে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে যাত্রা শুরু করেছে বলে ঘাট সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বাংলানিউজকে জানান, ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে।
তবে ঝড়ের প্রভাব কমে যাওয়ায় যাত্রী ও অ্যাম্বুলেন্স নিয়ে তিনটি ফেরি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওনা দিয়েছে। চলাচলে সমস্যা না হলে বাকি ফেরিগুলো চলাচল শুরু করবে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।