ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাছ পড়ে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
গাছ পড়ে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ

বাগেরহাট: ঝড়ে গাছ ভেঙে পড়ে বন্ধ রয়েছে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক। শনিবার (১০ নভেম্বর) দুপুরে মহাসড়কের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কয়েকটি গাছ পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়।

বিকেল ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে গাছগুলো কেটে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা করছিল।

এছাড়া কচুয়া উপজেলার চরকাঠি-পথেপুর সড়ক, নরেন্দ্রপুর-ফুলতলা সড়কে গাছ পড়ে জেলার বিভিন্ন ছোট-বড় ২৫টি সড়ক বন্ধ রয়েছে।

কিছু সড়ক বন্ধ ছিল, যা স্থানীয়রা স্বাভাবিক করেছে। সড়কগুলোতে পড়া গাছ স্থানীয় লোকজন কেটে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।  

স্থানীয়রা আশা করছেন খুব তাড়াতাড়ি সড়ক স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া বেশকিছু সড়ক বন্ধ ছিল, যা স্থানীয়রা গাছ কেটে স্বাভাবিক করেছেন।
 
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সব সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।