বিকেল ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে গাছগুলো কেটে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা করছিল।
এছাড়া কচুয়া উপজেলার চরকাঠি-পথেপুর সড়ক, নরেন্দ্রপুর-ফুলতলা সড়কে গাছ পড়ে জেলার বিভিন্ন ছোট-বড় ২৫টি সড়ক বন্ধ রয়েছে।
স্থানীয়রা আশা করছেন খুব তাড়াতাড়ি সড়ক স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া বেশকিছু সড়ক বন্ধ ছিল, যা স্থানীয়রা গাছ কেটে স্বাভাবিক করেছেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সব সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি