ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় বুলবুল: বাগেরহাটে গাছচাপায় আরও ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল: বাগেরহাটে গাছচাপায় আরও ১ জনের মৃত্যু

বাগেরহাট: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে বাগেরহাটের ফকিরহাটে গাছচাপায় হিরা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিরা বেগম একই গ্রামের মাসুম শেখের স্ত্রী।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পড়ে হিরা বেগমের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে ফকিরহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এর আগে, সকালে বুলবুলের তাণ্ডবে রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়। সামিয়া দরপোনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।

** ঘূর্ণিঝড় বুলবুল: বাগেরহাটে গাছচাপায় কিশোরীর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।