ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে গাছচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
গোপালগ‌ঞ্জে গাছচাপায় নারীসহ ২ জনের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে গাছ ভেঙে চাপা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ঝড়ের সময় এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- কোটালীপাড়া উপজেলার বান্ধাবা‌ড়ি গ্রামের ছে‌কেন হাওলাদার (৭০) ও সদর উপ‌জেলার গোলাবা‌ড়িয়া গ্রা‌মে ম‌তি বেগম (৬৫)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তা‌দের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত করা হয়।

এদিকে, বুলবু‌লের আঘা‌তে গোপালগ‌ঞ্জের বি‌ভিন্ন গ্রা‌মের কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে‌ছে। হাজার হাজার গাছ ভে‌ঙে গে‌ছে। ব্যাপক ক্ষ‌তি হ‌য়ে‌ছে সব‌জি ক্ষেতের। শ‌নিবার (০৯ নভেম্বর) রাত থে‌কে জেলার কোথাও বিদ্যুৎ নেই। গাছ ভে‌ঙে প‌ড়ে বি‌ভিন্ন রাস্তাঘাট বন্ধ হ‌য়ে রয়েছে।

ফায়ার সা‌র্ভিস, পুলিশ ও এলাকাবাসী গাছ কে‌টে রাস্তা প‌রিষ্কার করার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছে। তবে জেলার সব‌চে‌য়ে বেশি ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে কোটালীপাড়া, টু‌ঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।