ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলা: ভোলার মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চার জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

 

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে ২৪ জেলে নিয়ে তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এদের মধ্যে তাৎক্ষণিক ১৯ জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ হন। এরমধ্যে একজনকে উদ্ধার মরদেহ করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

তিনি আরও জানান, চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।