সোমবার (১১ নভেম্বর) র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক তিনজন হলেন-শাহ্জালাল বুলেট (৩২), নাসির (৩৫) ও ফারুক হোসেন (২৮)।
র্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব-৪ এর একটি দল মিরপুর দারুসসালামের গাবতলী এলাকায় অভিযান চালায়। এ সময় এক হাজার ৭১ বোতল ফেনসিডিল, একটি ট্রাক, একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, নগদ টাকা এবং পাঁচটি মোবাইলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। দীর্ঘদিন ধরে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১১ , ২০১৯
এমএমআই/এবি