ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব‌রিশা‌লে নৌযান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ব‌রিশা‌লে নৌযান চলাচল স্বাভাবিক

ব‌রিশাল: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে তিনদিন বন্ধ থাকার পর বরিশালে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ ন‌ভেম্বর) দুপুর ১২টায় ব‌রিশাল নদীবন্দর থে‌কে লঞ্চ চলাচ‌লের অনুম‌তি দেয় কর্তৃপক্ষ। এরপর অভ্যন্তরীণ রু‌টের লঞ্চ যাতায়াত শুরু হয়।

এরআগে যাত্রীরা সকাল থে‌কেই বরিশাল নদীবন্দ‌রে অবস্থান নেয় হিজলা, মে‌হে‌ন্দিগঞ্জ, ভোলাসহ বি‌ভিন্ন স্থা‌নে যাওয়ার জন্য।

গত শুক্রবার (৮ নভেম্বর) বি‌কে‌লে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।

বাংলা‌দেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ন‌ভেম্বর ১১, ২০১৯
এমএস/এবি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।