সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এসব ত্রাণ বিতরণ শুরু করেন।
দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, লবণ ও নুডুলস।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৮শ’ বান্ডিল টিন বিতরণ শুরু করেছি। এর পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। এরপরেও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার চেষ্টা করা হবে।
ঘুর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে ৪৪ হাজার ৫৬৩ ঘরবাড়ি, ৭ হাজার ২৩৪ মৎস্য ঘের এবং ৩৫ হাজার ৫২৯ হেক্টর জমির আমন ও সবজির ক্ষতি হয়েছে। এছাড়া গাছচাপা পড়ে মারা গেছেন দুই নারী।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ