ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরস্কার পেল ট্রেন যাত্রীদের প্রাণ বাঁচানো শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
পুরস্কার পেল ট্রেন যাত্রীদের প্রাণ বাঁচানো শিক্ষার্থীরা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: বুদ্ধিমত্তা, সাহসিকতা ও বীরত্বের পুরস্কার পেলো নওগাঁর রাণীনগরের কয়েকজন শিক্ষার্থী।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।  

পুরস্কৃতরা হলেন- তাইম হোসেন (১৫), হিমেল হোসেন (১১), অন্তর হালদার (১১), বিপ্লব হালদার (১৪), ইব্রাহিম প্রান্ত (১৩), বাধন হোসেন (২১), আরিফ হোসেন (২১), ইয়া রাকিব হোসেন (২১), ও কৃষক লোকমান হোসেন (৫১)।

এসময় নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনি, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের বড়বাড়িয়া নামক স্থানে রেল লাইনের একটি অংশ ভেঙে যায়। যা ওই এলাকার একদল খুদে শিক্ষার্থীরা দেখতে পায়। তার একটু পরেই ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় ছিল। কিন্তু এর আগেই শিক্ষার্থীরা তাদের পরিহিত শার্ট, গামছা, গেঞ্জি যার কাছে যা ছিল সেটা বাঁশে বেঁধে সংকেত দিয়ে ট্রেন থামায়। তাদের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যায়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।