সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।
পুরস্কৃতরা হলেন- তাইম হোসেন (১৫), হিমেল হোসেন (১১), অন্তর হালদার (১১), বিপ্লব হালদার (১৪), ইব্রাহিম প্রান্ত (১৩), বাধন হোসেন (২১), আরিফ হোসেন (২১), ইয়া রাকিব হোসেন (২১), ও কৃষক লোকমান হোসেন (৫১)।
এসময় নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনি, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের বড়বাড়িয়া নামক স্থানে রেল লাইনের একটি অংশ ভেঙে যায়। যা ওই এলাকার একদল খুদে শিক্ষার্থীরা দেখতে পায়। তার একটু পরেই ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় ছিল। কিন্তু এর আগেই শিক্ষার্থীরা তাদের পরিহিত শার্ট, গামছা, গেঞ্জি যার কাছে যা ছিল সেটা বাঁশে বেঁধে সংকেত দিয়ে ট্রেন থামায়। তাদের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যায়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
আরএ