সোমবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ৭নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপুস্থিতিতে এ রায় দেন।
আওলাদ হোসেন সোনারগাঁও উপজেলার শেখ কান্দি এলাকার জাকারিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জাসমিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২০ জুন বিকেলে সোনারগাঁও এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেখ কান্দা এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করে র্যাব-১১ এর একটি দল। এছাড়া আব্দুল জলিল নামে অপর একজন পালিয়ে যায়। পরে আওলাদ হোসেনকে তল্লাশি করে এক হাজার ১১০পিস ইয়াবা, মাদক বিক্রির ১০ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁও থানায় র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ওএইচ/