সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী এ কথা জানান।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বর্তমানে যেকোনো শিল্প স্থাপনের আগে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রেখে অনুমোদন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন...
** সম্প্রচারের অপেক্ষায় ১১টি বেসরকারি টিভি
** ৭ মাসের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুৎ
** আবাসিকে গ্যাস সংযোগের পরিকল্পনা সরকারের নেই
** বিদ্যুতের দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই
** ‘গ্রীষ্মকালে বিদ্যুতের গড় চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট’
তিনি আরও বলেন, অনেকেই বহু তালবাহানা করেছে। তারপরও তাদের সাভারে পাঠানো হয়েছে। ট্যানারিগুলো সাভারে গেলেও তাদের সহযোগী পণ্য উৎপাদনকারীদের কিন্তু হাজারীবাগ থেকে সরানো যায়নি। চায়নাদের সঙ্গে আমাদের যে চুক্তি ছিল, তারাও সময়মতো সম্পন্ন করতে পারেনি। আমরা নতুন করে দায়িত্ব নেওয়ার পরে ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে চায়নাদের সময় বেধে দিয়েছি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে যাদের শিল্প প্লট ছিল না, তাদেরও প্লটের ব্যবস্থা করে দিচ্ছি।
শিল্পমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, এ বছরের মধ্যে হাজারীবাগ থেকে সম্পূর্ণভাবে ট্যানারি সাভারে স্থানান্তর করতে পারবো। এসময়ের মধ্যেই তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) ও বর্জ্য ব্যবস্থাপনা চালু করে ধলেশ্বরী নদী দূষণ রোধ করতে পারবো।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসকে/এসই/আরবি/