সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন রাম মাধব।
বিজেপির সাধারণ সম্পাদক বলেন, আমাদের আলোচনায় দুই দেশ, দুই পার্টি এবং উভয় দেশের সরকার নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দু’জনেই অত্যন্ত জনপ্রিয় নেতা। তাদের সম্পর্ক ভবিষ্যতে আরও অনেক দূর এগোবে বলে আমরা আশা রাখি।
‘মুজিব বর্ষ নিয়েও আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই দু’দেশের জনগণের কাছে এটি সম্পূর্ণভাবে পৌঁছে যাক। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের ফোনে আলাপ হয়েছে। মুজিব বর্ষ উদযাপনের সময় ভারত একটি টিমও পাঠাবে। ’
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এইচএমএস/এইচএডি/