সোমবার (১১ নভেম্বর) রাতে মেঘনা নদীর মোহনা সংলগ্ন মাছকাটা নদী থেকে ভোলার ইলিশায় ডুবে যাওয়া একটি ট্রলার উদ্ধার করে পুলিশ। ট্রলারটি ভেতর থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর এলাকার কামাল দালাল (৩৫), একই এলাকার মফিজ মাতুব্বর (৩৫), নূরাবাদ এলাকার হাসান মোল্লা (৩৮), একই এলাকার নুরুন্নবী বেপারী (৩০), ফরিদাবাদ এলাকার নজরুল ইসলাম (৩৫), একই এলাকার কবির হোসেন (৪০), আব্দুল্লাহপুর এলাকার মো. বিল্লাল (৩২), চরফ্যাশন থানার উত্তর শিবা এলাকার আব্বাস মুন্সি (৪৫), একই এলাকার রফিক বিশ্বাস (৫৫)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বাংলানিউজকে বলেন, রোববার (১০ নভেম্বর) একজন ও সোমবার (১১ নভেম্বর) ৯ জনসহ মোট ১০ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে বাংলানিউজকে জানান, রোববার দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ভোলার ইলিশায় ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১৩ জেলেকে উদ্ধার করা গেলেও ১১ জন নিখোঁজ হন। এরমধ্যে রোববার রাতে খোরশেদ নামে একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯ আপডেট: ২৩১৮
এনটি