ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধান মিলেছে গলাচিপায় নিখোঁজ ১২ জেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
সন্ধান মিলেছে গলাচিপায় নিখোঁজ ১২ জেলের

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়া ১২ জেলের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) তারা গলাচিপায় ফিরবেন বলে জানিয়েছেন পরিবার। সন্ধান পাওয়া জেলেরা হলেন- গলাচিপা পক্ষিয়া গ্রামের রিপন খলিফা, তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।

সোমবার (১১ নভেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হন। তারা সুন্দরবনের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তাদের কারো কোনো ক্ষতি হয়নি। তাদের নিয়ে আসার জন্য আত্মীয় স্বজন সুন্দরবন এলাকায় রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।