ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলগাজী সীমান্তে বাংলাদেশি নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ফুলগাজী সীমান্তে বাংলাদেশি নারী আটক

ফেনী: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ফুলগাজী সীমান্ত থেকে রেখা সেন (৫৫) নামে এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। রেখা সেনের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পশ্চিম মাধবপুর গ্রামে।

ফেনী ব্যাটালিয়ন-৪ অধিনায়ক লে. কর্নেল নাহিদুজ্জামান বলেন, ফেনীর ফুলগাজী এলাকার সীমান্ত পিলার নং-২১৮২/৪-এস থেকে রিষ্টমুখ এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তারাকুচা বিওপির টহলরত বিজিবির সদস্যরা রেখা সেনকে আটক করে। ১৫ দিন আগে রামগড় এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।