সোমবার (১১ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বিজেএমসি’র প্রধান কার্যালয় ঘেরাও করে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ পাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক খোন্দকার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে পাট ব্যবসায়ীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, টিপু সুলতান, শামীম মোড়ল, শরিফুল ইসলাম, নাদেম দত্ত, আবদুল মালেক ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৬-২০১৭ অর্থবছর থেকে এ পর্যন্ত বিজেএমসি’র কাছে প্রায় পাঁচ হাজার পাট ব্যবসায়ী ও পাট চাষির ৪৫২ কোটি ৯২ লাখ টাকা পাওনা রয়েছে। টাকা পরিশোধের দাবি জানিয়ে বার বার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। পাওনা না পেয়ে সাধারণ পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে সব পাওনা টাকা পরিশোধ না করা হলে বিজেএমসি’র আওতাধীন মিলঘাটসহ দেশের সব পাট ক্রয় কেন্দ্রে পাট সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসকে/এনটি