সোমবার (১১ নভেম্বর) রাত ১১টায় প্রাথমিক তদন্ত শেষে ডিএসবি’র এএসপি তৌহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ তথ্য সাংবাদিকদের জানান।
এএসপি তৌহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইন্সপেক্টর সাইফুল, সিপাই পারভেজ ও এনজিও সদস্য আজিবর, মহব্বত, সুরত আলীকে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লকারে জব্দকৃত প্রায় ৩০ কেজির মতো স্বর্ণবার ও বৈদেশিক মুদ্রা ছিল। সেখান থেকে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণবার চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত থেকে সোমবার (১১ নভেম্বর) ভোরের মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে।
তদন্ত টিমের সহযোগী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর সোহেল আল মামুন, র্যাবের উপসহকারী পরিচালক কামরুজ্জামান, সিআইডির ইন্সপেক্টর হারুনারশিদ, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ডিজিএফ আই, এনএসআই’র গোয়েন্দা সদস্যরা।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
পিএস/এনটি