মঙ্গলবার এক শোকবার্তায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্পিকার। বার্তায় তিনি নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
স্পিকারের পাশাপাশি এ দুর্ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার রাত সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন শতাধিক।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসকে/এইচজে