ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ দস্যু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
বরিশালে আগ্নেয়াস্ত্রসহ দস্যু আটক

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল (৪০) নামে এক দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

শহিদুল বাগেরহাটের শরণখোলা থানার রতিয়া রাজাপুর এলাকার মৃত সৈয়জদ্দিন হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ইলিশ মৌসুমে জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য দস্যু শহিদুল পিরোজপুর জেলার সদর থানার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সোমবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে শহিদুলকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি একনালা বন্দুক, দু’টি দেশীয় একনালা বন্দুক, দু’টি রামদা, ৯ রাউন্ড গুলিসহ অন্য ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের শহিদুল স্বীকার করে যে, তারা ডাকাতি করার উদ্দেশে শরণখোলা থেকে এসেছে।

এ ঘটনায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

ফেরিঘাটের উত্তর-পশ্চিমে ইঞ্জিনচালিত অনেক মাছ ধরার নৌকা বাঁধা অবস্থায় থাকে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, দস্যুদল এসব নৌকা ডাকাতি কাজে ব্যবহারের উদ্দেশে ওই স্থানে অবস্থান নেয়।

বাংলাদেশ  সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।