মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এ কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামকে প্রধান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, জেলা প্রশাসনেরে পক্ষ থেকে নিহত হওয়া প্রতি জেলের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি পরিবারকে আরো ১ লাখ টাকা করে দেওয়া হবে।
এদিকে রাতে মরদেহ হস্তান্তের পর সকালেই নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
গত রোববার দুপুরে ২৪ জেলে নিয়ে তোফায়েল মাঝির মালিকাধীন আম্মাজান-২ ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো ২৪ জন। মঙ্গলবার পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছে ৪ জেলে। তবে জীবিত জেলেরা বলছেন একজন নিখোঁজ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসএইচ