ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মশালা খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মশালা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) যৌথ সহযোগিতায় মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অন্তত ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালায় দুর্যোগ-দুর্বিপাকে রেডক্রস-রেডক্রিসেন্টের কার্যক্রম, জীবনমান উন্নয়নে সহযোগিতা সংস্থাগুলোর তৎপরতা এবং মানবিক মূল্যবোধ, সুরক্ষা ও উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ববোধ সম্পর্কে আলোচনা হয়।
 
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। আলোচক হিসেবে ছিলেন সাংবাদিক জুলফিকার আলী মানিক ও আইসিআরসি’র কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা। এছাড়া সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেছেন রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার ও সেক্রেটারি শানে আলম।  
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এডি/কেএসডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।