ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবার ট্রেন দুর্ঘটনায় সিসিক মেয়রের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কসবার ট্রেন দুর্ঘটনায় সিসিক মেয়রের শোক

সিলেট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেয়র বলেন, আকস্মিক এই দুর্ঘটনার খবর জেনে আমি খুবই মর্মাহত হয়েছি।  

তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

ভবিষ্যতে যেন এ ধরনের ট্রেন দুর্ঘটনা না ঘটে, সেই ব্যাপারেও উপযুক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এছাড়া আহত হয়েছেন শতাধিক।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।