ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তূর্ণা-নিশীথার লোকোমাস্টার-গার্ড পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
তূর্ণা-নিশীথার লোকোমাস্টার-গার্ড পলাতক

ঢাকা: তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার ও গার্ড পলাতক। সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনে উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেওয়ার ঘটনার পর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

তূর্ণার কর্তব্যরত লোকোমাস্টার ছিলেন তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে ও ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান।  

এদিকে ঘটনার পরপরই ট্রেনটির লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে বরখাস্ত করা হয়।

 

পলাতক লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন রেল সচিব মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, তাদের খোঁজা হচ্ছে, গ্রেফতারের পর আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।