মঙ্গলবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত ওই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে ডাকাতির এক মামলায় আটজন ডাকাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
এছাড়া ওএমএসের চাল চুরির অপরাধে জাহাঙ্গীর (৩৮) নামে এক ট্রাক ড্রাইভারকে সাত বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অপর একটি মাদক মামলায় লিটন (২৫) নামে অপর একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- আড়াইহাজার উপজেলার মরদাসদী গ্রামের সোহেল, জালাল, শের আলী, মোকসেদ আলী ওরফে মোস্তালী, পলাতক আলআমিন ও খাগকান্দা গ্রামের আলমগীর, জাহাঙ্গীর, লোকমান মিয়া।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০০৭ সালের ৪ ডিসেম্বর রাতে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া উচিৎপুরা গ্রামের মাঝামাঝি স্থানে এক মোটরসাইকেল আরোহীকে পথরোধ করে ডাকাতির ঘটনায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এবি