মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার জাপান দূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
এতে ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, ‘সম্প্রতি আমি কক্সবাজারে মিয়ানমারের বাস্তুচ্যুতদের ক্যাম্প দেখে এসেছি। এসব ক্যাম্প দেখে বুঝতে পেরেছি তাদের দ্রুত প্রত্যাবাসন প্রয়োজন। মিয়ানমারের বাস্তুচ্যুতদের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ সংস্থা, বেসরকারি সংগঠনের নেওয়া উদ্যোগে জাপান পাশে থাকবে। ’
এ সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
টিআর/এইচএমএস/এসআরএস