মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজারের অভিযান পরিচালিত করেন অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করার দায়ে হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার, মূল্য তালিকা না রাখা, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার দায়ে নাসির স্টোরকে পাঁচ হাজার এবং অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে উজ্জ্বল ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সার্বিক সহয়তায় ছিলেন বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতমসহ পুলিশ সদস্যরা ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসআরএস