ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে ইলিশবোঝাই পিকআপভ্যান খাদে পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বুড়িচংয়ে ইলিশবোঝাই পিকআপভ্যান খাদে পড়ে নিহত ২

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় ইলিশবোঝাই একটি পিকআপভ্যান খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

তারা হলেন- কক্সবাজারের রামু উপজেলার চা বাগান এলাকার বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে তারেকুর রহমান (২৩)। তিনি পিকআপভ্যানের হেলপার ছিলেন।

অপরজন কক্সবাজার পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়ার মৃত মতিউর রহমান প্রকাশ মতি সওদাগরের ছেলে সৈয়দ হোসেন (৩৮)।

বুধবার (১৩ নভেম্বর) ভোর সোয়া ৫টায় উপজেলার ৭নম্বর মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান,  ইলিশবোঝাই পিকআপভ্যানটি কক্সবাজার থেকে ঢাকার যাত্রাবাড়ীতে উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বুড়িচং উপজেলার ৭নম্বর মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।