ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি স্বর্ণসহ পাচারকারী আটক স্বর্ণসহ আটক পাচারকারী। ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় এক কেজি ওজনের ২টি স্বর্ণের বারসহ শ্রী দিলীপ বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

দিলীপ বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের শ্রী নরেন বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে ভারত সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের দু’টি (২ কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঘিবা বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবাইদুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।