বুধবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, তালা উপজেলার বারাত গ্রামের নিমাই চন্দ্র দাশের মেয়ে স্বপ্না মন্ডলের সঙ্গে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের তৈলকুপি গ্রামের রবিন মন্ডলের ছেলে রঞ্জন মন্ডলের বিয়ে হয়।
এ ঘটনায় নিহতের ভাই শিবপদ দাস বাদী হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার মোল্যা ২০১২ সালের ১২ জুলাই এ মামলার চার্জশিট দাখিল করেন।
আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির মৃত্যুদণ্ডের রায় দেন।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি রঞ্জন মন্ডল আদালতে অনুপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচ