ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় তিন বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য দোকানদারদের সর্তক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের দিগুবাবু বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান হাওলাদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা বাংলানিউজকে জানান, বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের নির্দেশে দিগুবাবু বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মুদি দোকানদার ও দু’জন খুচরা পেঁয়াজ বিক্রেতা ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিলেন। এতে ভোক্তাদের সঙ্গে প্রতরণা করা হচ্ছে। আর দোকানে মূল্য তালিকা টাঙানো না থাকায় এমনটা করতে পারছেন বিক্রেতারা। তাই তিন পেঁয়াজ বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দিগুবাবু বাজারের অন্য দোকানদারদের সর্তক করা হয়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজসহ অন্য পণ্য  কেউ বিক্রি করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, এখনও পর্যন্ত সরকারিভাবে পেঁয়াজের কোনো নির্দিষ্ট দাম নির্ধারণ করা হয়নি। কিন্তু বাজারে একেক দামে একেক দোকানে পেঁয়াজ বিক্রি করছিলেন বিক্রেতারা। কিন্তু মূল্য তালিকা থাকলে সেটা করতে পারতেন না বিক্রেতারা। এজন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।