শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজিত ‘৩৩৩’ কল সেন্টার, অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম এবং ছাদকৃষি কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, দিনের পর দিন আমাদের পরিবেশের যে ক্ষতি করা হয়েছে তার ফলে বারবার আমাদের উপর ঘূর্ণিঝড় হানা দিচ্ছে।
তিনি আরো বলেন, সরকার সারাদেশে ডিজিটালাইজেশন কার্যক্রম চালু রেখেছে। তার ধারাবহিকতায় সিলেট বিভাগের মৌলভীবাজারে ‘৩৩৩’ কল সেন্টার চালু করা হয়েছে। এই কল সেন্টার থেকে জেলা প্রশাসনের ৫০ রকমের সেবা পাওয়া যাবে। ক্রমান্বয়ে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএইচ