ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
টাঙ্গাইলে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী 

টাঙ্গাইল: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গণ। 

রোববার (১৭ নভেম্বর) সকালে ভাসানীর মাজারে ফুল দিয়ে ও জিয়ারতের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি শুরু করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলাউদ্দিন।  

এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশি-বিদেশি অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের মানুষ মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্বা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গণভোজ, মেলাসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।  

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মদ্যে খাবার বিতরণ, কাঙালি ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, বাউল গানসহ নানা কর্মসূচি।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন মাওলানা ভাসানী।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।