রোববার (১৭ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ভাসানীর প্রতিকৃতিতে জনতার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা, আরিফুর রহমান মিরাজের নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলা শাখা, নবীন আহম্মদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা, ইয়াসমিন সুলতানার নেতৃত্বে মওলানা ভাসানী পাঠাগার, রাইদুল ইসলাম সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিটি কলেজ শাখা, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ।
শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মওলানা ভাসানী রাজনীতি খুবই প্রাসঙ্গিক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মওলানা ভাসানী দেখেছিলেন তা বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএস/আরআইএস/