ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ১০ কেজি চালের দামে ১ কেজি পেঁয়াজ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
সৈয়দপুরে ১০ কেজি চালের দামে ১ কেজি পেঁয়াজ!

নীলফামারী: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার পরও নীলফামারীর সৈয়দপুরের খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেনি। বরং দিনকে দিন আরও বেড়েই চলেছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা দরে। গ্রামে খুচরা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে।

মাত্র ২/৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ১৩০ টাকা। অথচ নিম্ন আয়ের মানুষের খাবারের মোটা চাল প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এক কেজি পেঁয়াজের দামে চাল মিলছে ১০ কেজি।

সৈয়দপুরে খুচরা বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। । অথচ ২/৩ দিন আগেই ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। ফলে দামের ঝাঁজে অস্থির হয়ে উঠেছে ক্রেতারা।

গত ২ মাস যাবত সৈয়দপুরের বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে আড়তদাররা ইচ্ছামতো পেঁয়াজের দাম নির্ধারণ করে বিক্রি করছেন। ফলে পেঁয়াজের মূল্য কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

দাম বাড়ার বিষয়ে আড়তদাররা বাংলানিউজকে জানান, পাবনা ও কুষ্টিয়ার স্থানীয় মোকামে আমদানি কম হওয়ায় ওই অঞ্চল থেকে পেঁয়াজ আসছে না। পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

অন্যদিকে ভুক্তভোগী ক্রেতারা বলছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে বাজারে সিন্ডিকেট কোনো সুবিধা করতে পারবে না। তারা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, বাজার নিয়ন্ত্রণে নজরদারি শুরু হয়েছে। ইতোমধ্যে একটি অভিযান পরিচালনা হয়েছে। আশাকরি দাম নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।