ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গলায় রশি নিয়ে চালকেরা গাড়ি চালাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
গলায় রশি নিয়ে চালকেরা গাড়ি চালাবে না

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গাড়িচালকরা বলেছেন, গলায় রশি নিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না।

রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ট্রাক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তারা।

মানববন্ধনে গাড়িচালকদের জন্য নতুন আইনের ৩০২ ও ৩০৪ ধারার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও পাঁচ লাখ টাকা জরিমানার ধারা অবিলম্বে বাতিলের দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ লাখ টাকা যদি আমাদের হাতে থাকতো, তাহলে রাস্তায় নেমে গাড়ির হ্যান্ডেল ধরতাম না। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে ২০১৩ সাল থেকে এ আইন চালুর চেষ্টা করা হচ্ছে। এখন শাহজাহান খানসহ নেতারা না থাকায় তারা এ আইন বাস্তবায়নের চিন্তা করছে।

‘গলায় রশি নিয়ে তো আর আমরা গাড়ি চালাতে পারি না। নতুন এই আইন গলায় রশি দেওয়ার মতোই হলো।  আমরা এই আইনের পাঁচটি ধারা বাতিল চাই। ’

মানববন্ধনে হানিফ তালুকদার হিরা, রিপন, হৃদয়, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
 এবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।