ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিটফোর্ডে ‍ওষুধের দোকানে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
মিটফোর্ডে ‍ওষুধের দোকানে র‌্যাবের অভিযান

ঢাকা: পুরান ঢাকার মিটফোর্ড এলাকার মিটফোর্ড টাওয়ার নামে একটি মার্কেটে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা যায়, মিটফোর্ড টাওয়ারের বেশকিছু ওষুধ ও মেডিক্যাল সামগ্রীর দোকানে অভিযান চালানো হচ্ছে।

এরই মধ্যে অপারেশনের কাজে ব্যবহৃত বেশকিছু নকল সার্জিকাল সামগ্রী জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, মিটফোর্ড টাওয়ারে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।