ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে আগুন, পাইপ ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বকশীগঞ্জে ড্রেজার মেশিনে আগুন, পাইপ ধ্বংস

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন কুশলনগর গ্রামের দশানী নদীতে এ অভিযান চালানো হয়।  

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জমশেদ খোন্দকার অভিযানে নেতৃত্ব দেন।

 

তিনি বাংলানিউজকে জানান, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর গ্রামের দশানী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে একটি ড্রেজার মেশিন ও তিনশ মিটার পাইপ ধ্বংস করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই পাশে তীব্র ভাঙনের সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআরএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।