ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬০ বিঘা জমির আম গাছ কাটার ঘটনায় গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
৬০ বিঘা জমির আম গাছ কাটার ঘটনায় গ্রেফতার এক

নওগাঁ: নওগাঁর সাপাহারে ৬০ বিঘা জমির আম গাছ কাটার ঘটনায় শাহা জামাল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহা জামাল পোরশা উপজেলার বড় গুন্দিল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, গাছ কাটার মামলায় গ্রেফতারকৃত শাহা জামালের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে এখনো আদালত শুনানির তারিখ ধার্য করেননি।

জানা যায় গত বুধবার (১৩ নভেম্বর) রাতে সাপাহার -পোরশা উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম ও দক্ষিণ পাশের মাঠে প্রায় ৬০ বিঘা জমির ৮ হাজার আম গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ জন বাগান মালিক। পরেরদিন বাগান মালিকরা বাদী হয়ে সাপাহার ও পোরশা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।