নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন চালকরা। তবে সড়কে আলগামন, নসিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, নতুন সড়ক পরিবহন আইনে বড় ধরনের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। আর তাই আইন সংশোধনের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রখেছেন বাস চালকরা।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস