মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব তাজুল ইসলামসহ মালিক শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হালকা যানের লাইসেন্স দিয়ে ভারী যান চালানো যায় না। কিন্তু ভারী যান চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না। আর হালকা যানের লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালাতে গেলেই ২৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। একজন শ্রমিক কীভাবে এতো টাকা দেবেন?
নতুন আইনের বিষয়ে বলা হয়, ‘যে আইন করা হয়েছে তা বাংলাদেশে চলে না। কারণ এ আইন করার আগে সব ধরনের অবকাঠামো ঠিক করা উচিত ছিল। ’
একই দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিএম/জেডএস