মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের দু’টি টিম নগরীর কাজিটোলা, আম্বরখানা, শাহী ঈদগাহ, বালুচর ও শাহপরান এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ’র নেতৃত্বে পরিচালিত অভিযানে কাজীটোলা জনতা স্টোরকে তিন হাজার, শাহী ঈদগাহ বেগম স্টোরকে তিন হাজার, ধানসিড়ি রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে সাত হাজার ও আম্বরখানা ফরিদ স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, শহরতলির শাহপরান এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অপর একটি টিম অভিযান চালায়। অভিযানে মূল্য তালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে চার হাজার টাকা, অলক স্টোরকে এক হাজার পাঁচশ টাকা, বালুচর বিসমিল্লাহ স্টোরকে সাত হাজার টাকা, মেডিসিন স্টোরকে তিন হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এনইউ/এবি